পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ty एठाँश्नजैौ । רכסיל,tsיףt DD BBBBBBBBB BBBB BBBB BBBBBB BB BBB BDDDD DDD DDD S LDDDS డిఫి t. ، ه ه ه «۹۰ 》神e笼 कुछ दवङ ۹۰ ۰ ه ۰ و ، ইউরোপীয়দের শিক্ষা পুলিস বিভাগ আয় ও ব্যয়ের সমতা রক্ষার জন্ম ব্যয় ф е с р Ф о ф о

  • . *

ي ۰ ۰ ۰,ه هه 33 a tr 33 s 39 - ۰ ه ۹۰۰ 6 о ф в

یا ۰.۰۰۰ ات ( е в е

• • • • , ههه ه ه هو ه هطنا రి 4, 6 తి Sub a్చు মরীচিকা । প্রথম পরিচ্ছেদ । বীজ-রোপণ । চৈত্র মাসের শেষ । বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হুইয়া গিয়াছে। জুলিগায়ের ভবকান্ত এবার এফ, এ পরীক্ষা দিয়াছে। আশপাশের গ্রামের আরো কয়েকটি ছাত্রের এখনো কালেজ বন্ধ হয় নাই, তাই, তাঙ্কাদের অমুরোধে, ভবকান্ত এ কয়টা দিন মেসের বাসায় ब्रश्ब्रिां क्रिांप्रांtछ् । ভবকাস্তের এখনো বিবাহ হয় নাই, তাই দেশে ফিরিবার দিকে চাড়ও ততটা ছিল না ! এবং কলেজ-যাওয়া, পড়াশুনা প্রভৃতির মধ্যে ব্যস্ত থাকার দরুণ, কলিকাত সহরের সহিত ঘনিষ্ঠ পরিচয়-স্থাপনে, যে সুবিধা এতদিন ঘটিল্প উঠে নাই, এখন তার সুব্যবস্থা করিবে বলিয়া সে সঙ্কল্প করিল। সকালে পরেশনাথের বাগান, পরে কোনদিন চিড়িয়াখানা, মিউজিয়ম, খিদিরপুরের ডক, কোনদিন বা শিবপুর, মন্থমেণ্ট, হাইকোর্ট, সন্ধ্যায় ইডেনগার্ডেন, রাত্রে থিয়েটার—ভবকাস্তকে কলিকাতায় ধরিয়া রাখিবার পক্ষে, ইহারাই ত পর্য্যাপ্ত ! তাহার উপর আবার ছিল, “সংহন্ত্ৰী” সাপ্তাহিক পত্রিকার পুস্তকবিভাগ হইতে প্রকাশিত এক টাকায় পঞ্চান্নখানি উপন্যাস ! এমন বিস্তীর্ণ আয়োজন ফেলিয়া, যে এই অসহ গ্রীষ্মে পাড়াগায়, জঙ্গল পরিবেষ্টিত, পানাপুকুরের পাড়ে অবস্থিত জীর্ণ বাটীর মধ্যে আশ্রয় গ্রহণ করে, সে ত নিতান্তই হতভাগ্য! বেলা পড়িয়া আসিয়াছিল। মেলের ছাদে, ভাঙা চেয়ারে বসিয়া ভবকান্ত একাগ্রচিত্তে “পিশাচিনী পারুলকামিনী”পড়িতেছিল। ঘন জঙ্গলে, দস্থ্য-পরিবৃত ইন্দ্ৰধ্বজ সিংহের উদ্ধারে ছদ্মবেশিনী, রাজকন্তু অনঙ্গমঞ্জরী একাকিনী আসিয়া, তরবারি-চালনায়, পঞ্চাশজন ভীমবল দস্যকে চকিতে নিহত করেন, তাহারি লোমহর্ষণ বিবরণী পড়িতে-পড়িতে তার দেহ কণ্টকিত হইয় উঠতেছিল । তার পর অনঙ্গমঞ্জরী ও ইন্দ্ৰধ্বজ সিংহ উভয়েই যখন জানিতে পারিলেন, তাহারা পরস্পরকে কত কাল হইতে কি অসহ ভাবেই ভালোবাসিয়া অসিতেছেন, তখন বেচারা ভবকাস্তের হৃদয়ুতন্ত্রীতে একটা কোমল সুর বাজিয়া উঠিল। আর, ঠিক এই সময় সন্ধ্যার অন্ধকার চারিধার ছাইয়ু ফেলিল । বইয়ের অক্ষর ভাল লক্ষ্য হয় না । ভবকাস্ত বহি বন্ধ করিয়া আকাশের দিকে চাহিল। পাশে হাইকোর্টের প্রসিদ্ধ উকিল বীরেন্দ্র বাবুর বাড়ীতে র্তার পৌন্ত্রের অন্নপ্রাশন উপলক্ষে শানাই বাজিতেছিল । একে বসন্তকাল, মৃভূমিঞ্চ বায়ু বহিতেছে, তায় সদ্য উপন্যাস উদভ্ৰান্ত তরুণ পাঠকের উন্মুখ হৃদয়, তাহার উপর শানাইয়ের মিষ্ট রাগিণী ! ভবকান্ত অধীর চিত্তে আসিয়া ছাদের আলিসার ধারে দাড়াইল । • বীরেন্দ্র বাবুর বাড়ীর ছাদে, সবুজ, বাসন্তী প্রভৃতি নানা রঙের কাপড়-পরা ফুটফুটে মেয়েগুলি ছুটাভুটি করিয়া বেড়াইতেছিল ।