পাতা:ভূগোল সার.djvu/১২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
বন্দর৷

  নৌকা যোগে যাতায়াতে নদনদীতীরস্থ যে স্থানে দ্রব্যাদি ক্রয় বিক্রয় হয় তাহাকে বন্দর কহেন।

পর্ব্বত।

 মৃত্তিকা প্রস্তর বৃক্ষ জলাশয়াদি যুক্ত অথচ বহুশৃঙ্গবিশিষ্ট এবং পৃথিবী হইতে উচ্চ যে কঠিন ভূমি তাহাকে পর্ব্বত বলা যায়।

ক্ষুদ্র পর্ব্বত।

  পর্ব্বত হইতে ক্ষুদ্র অথচ শৃঙ্গাদি রহিত কিন্তু পৃথিবী হইতে উচ্চ যে কঠিন স্থাবর তাহাকে পাহাড় এবং ক্ষুদ্র পর্ব্বত বলা যায়।

বাড়বানল পর্ব্বত।

  স্বভাবত যে পর্ব্বতে অগ্নি থাকে এবং ঐ অগ্নি স্বয়ং দীপ্যমান হয়, তাহাকে বাড়বানল পর্ব্বত বলেন।

রাজধানী।

  দেশ দেশান্তরীয় ধনিগণের বাস ও বাণিজ্য স্থান এবং ভূপতির প্রাসাদ ও প্রধান বি চারাগার যে স্থানে আছে তাহা কে রাজধানী বলা যায়।

নগর।

 বহু প্রকার ব্যবসায়ী গণের এবং নানা দেশীয় ও ধনি গণের বাস ও বাণিজ্য স্থানকে নগর বলা যায়।