পাতা:ভূগোল সার.djvu/১৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০
আসিয়া।
আসিয়া বিবরণ।

 পৃথিবীর চারিখণ্ডের মধ্যে আসিয়া খণ্ড পরিমাণে যদ্যপি দ্বিতীয় গণনীয়, তথাপি আসিয়াতে সর্ব্বাপেক্ষা লোক সংখ্যা অধিক, এবং পূর্ব্বকালে এই দেশ শ্রেষ্ঠত্বে ও বিদ্যোপাৰ্জ্জনে এবং বাণিজ্যাদি ব্যবসায়ে অন্যান্য খণ্ড হইতে উৎকৃষ্ট ছিল।

 আসিয়া খণ্ড প্রশস্তে উত্তর সীমাবধি দক্ষিণ সীমাপর্য্যন্ত ২০৩২ ক্রোশ, এবং দীর্ঘে পশ্চিমাবধি পূর্ব্ব পর্যন্ত ২৯৩৬ ক্রোশ। ইহার উত্তর সীমা হিম সাগর, দক্ষিণ সীমা ভারত মহাসাগর, পূর্ব্ব সীমা পাসিফিক মহাসাগর, পশ্চিম সীমা ইউরোপ ও মেডিটরেনিয়ান্ সাগর। এই চতুঃসীমাবচ্ছিন্ন আসিয়ার মধ্যে ন্যূনাধিক পঞ্চাশ কোটি মনুষ্য বসতি করেন। আসিয়াদেশ প্রধান দ্বাদশ রাজ্যে বিভক্ত, যথা, উত্তর ভাগে রুসীয়া, পশ্চিমে তুরুষ্ক এবং আরবদেশ, পূর্ব্বদিগে চীন, মধ্যস্থলে ত্রৈবর্ত্ম অর্থাৎ টিবেট, তাতার ও আরব্য দেশ কাবল, এবং দক্ষিণে হিন্দুস্থান, ব্রহ্মদেশ ও শ্যাম এবং পূর্ব্বসীমা সান্নিধ্য কতিপয় দ্বীপ যাহাকে জাপান রাজ্য কহে।

আসিয়াস্থ সাগর উপসাগর এবং অখাত।

 আসিয়ার মধ্যে প্রধানত্বে গণ্য যে সকল সাগর উপসাগর এবং অখাত আছে তাহার বিশেষ কহিতেছি, উত্তরে অবি উপসাগর, উত্তর পূর্ব্বে ওকাটসাগর, পূর্ব্বে জাপান সাগর,