পাতা:ভূগোল সার.djvu/১৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২
আসিয়া।

মানস সরোবর, ও রাবণ হ্রদ, এবং জুডিয়াদেশে ডেড্সি অর্থাৎ নিৰ্জ্জীব সাগর।

আসিয়ার নদী।

 লীনা, অবী,যেনেসী, এই তিন বৃহৎ নদী আলটেন পর্ব্বত হইতে নিগর্তা হইয়া শিবির দেশ দিয়া হিম সাগরে প্রবেশ করিয়াছে। হোয়ান্হো, এবং কিয়াঙ্কু, এই দুই নদী টিবেট্ দেশীয় পর্ব্বত হইতে নির্গতা হইয়া চীন দেশ দিয়। পূর্ব্ব সাগরে প্রবিষ্টা হয়। অমর নদী আলটেইন পর্ব্বত হইতে নিৰ্গতা হইয়া ওকট্ সাগরে মিলিয়াছে।

 ব্রহ্মপুত্র, এবং সিন্ধু এইদুই নদ ও ইরাবতী নদী টিবেট দেশীয় পর্ব্বত হইতে নিৰ্গতা হইয়া ভারত মহাসাগরে প্রবেশ করে।

 গঙ্গা, হিমালয় পর্ব্বত হইতে আসিয়া শোণ, যমুনা, ঘর্ঘরা, কুশী ইত্যাদি নদ নদীর সহিত একত্র হইয়া পদ্মার সহিত মিলেন এবং পদ্মা দ্বারা ব্রহ্মপুত্রে মিলিয়া বঙ্গদেশের অখাতে প্রবিষ্টা হইয়াছেন।

 টিগ্রিস এবং ইউফ্রেটিস এই দুই নদী টরিক পর্ব্বত হইতে নির্গতা হয় পরে বসরা দেশের ন্যূনাধিক প্রায় ১০ ক্রোশ উত্তরে উভয়ে একত্র হইয়া পারস উপসাগরে প্রবেশ করে।

আসিয়ার পর্ব্বত।

  আসিয়াতে যে২ পর্ব্বত আছে তাহার মধ্যে লিখিতব্য