পাতা:ভূগোল সার.djvu/২০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
১৫

 চীনদেশে, চা, রেশম, মখ্মল, মিছরি, গজদন্ত এবং কচ্ছপাস্থি নির্ম্মিত খেল্না, কাঁচের বাসন, কর্পূর, কাগচ, এবং ফলের মোরব্বা ইত্যাদি দ্রব্য উৎপন্ন হয়।

 আরবদেশর ঘোটক উত্তম এবং তথায় কাওয়া ও জন্মে, পারসদেশে, গালিচা, রেশম, আতর এবং মদিরা উৎপন্ন হয়।

 তুরুক রাজ্যে গালিচা, কিসমিস্, ডুম্বর, ঘোটক এবং চর্ম্ম জন্মে লঙ্কা হইতে গজদন্ত, আবলুসকাষ্ঠ, মুক্তা, দারুচিনি এবং নারিকেল তৈলাদি নানাদেশে যায়।

 ব্রহ্মরাজ্য, আসাম, এবং নেপাল দেশে বাহাদুরী ও সেগুষ্টেন কার বাণিজ্য হয়।

 মালাকা দ্বীপ হইতে পাকোপকরণ অর্থাৎ মসলাদি আইসে। তাহার নিকটে নানা দেশে জৈত্রী, এবং বাঁদাদেশে লবঙ্গ অধিক জন্মে।

 মালয়া এবং ব্যালকা দেশে টীন বাণিজ্য হয়।

 টিবেট দেশে দুর্ম্মূল্য ছাগলোম যথেষ্ট জন্মে তাহাতে কাশ্মীর দেশীয় শাল নির্ম্মিত হয়।