পাতা:ভূগোল সার.djvu/২৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
১৯

 হিন্দুস্থানের নানাস্থান হইতে গুবাক্, এলাচ্ ইত্যাদি মসলা, এবং নারিকেল, আম্র,কমলালেবু ইত্যাদি উৎকৃষ্ট ফল সকল নানা স্থানে যায়।

  হিন্দুস্থানীয় পশুর মধ্যে, হস্তী, ব্যাঘ্র, গণ্ডার, ভল্লুক, শূকর, মহিষ, উষ্ট্র ইত্যাদি অতিশয় বলবান।

  হিন্দুস্থানে হীরক এবং সুবর্ণ, লৌহ,তাম্র শীশা ইত্যাদি ধাতু অনেক আছে।

  এবং ধান্য, যব, নীল, রেশম, কার্পাস, ইক্ষু প্রভূতি, নানা প্রকার শস্য জন্মে।


আসিয়ার অন্তঃপাতি রাজ্য এবং প্রধান নগর।

রাজ্য •• •• •• প্রধান নগর
রুসিয়া•• •• •• •• আস্ত্রাকান তবালস্ক
তুরস্ক •• •• •• এলেপো
আৱৰ •• •• •• মক্কা,মদিনা
চীন •• •• •• পেকিন, ন্যানকিং, কাণ্টন
টিবেট •• •• •• লাসা
তাতার •• •• •• সমরকন্দ, বোখারা
পারস •• •• •• তেহরান, স্পাহান, শিরাজ,
কাবল •• •• •• কান্ধাহার, পেসোয়র