পাতা:ভূগোল সার.djvu/২৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ইউরোপ।
২১

পশ্চিমে গ্রেট ব্রিটন্ এবং আয়র্লণ্ড নামক দুই বৃহৎ উপ দ্বীপ সংযুক্ত রাজ্য এবং আট্লাণ্টিক্ মহাসাগরস্থ ক্ষুদ্র২ অনেক উপদ্বীপ।

ইউরোপের সাগর, উপসাগর এবং অখাত।

 ইউরোপের মধ্যে যে সকল সমুদ্র, উপসাগর, এবং অখাত আছে তাহার বিবরণ যথা, রুসিয়ার উত্তর ভাগে আর্কটিক মহাসাগরস্থ হোয়াইট্ সাগর। আটলাণ্টিক মহাসাগরস্থ জর্ম্মাণ্ সাগর,তাহা গ্রেটব্রিটন্ এবং দেন্মার্ক রাজ্যের মধ্যবর্ত্তী। বলটিক সাগর সোএডন্ রাজ্যের উত্তর পশ্চিমে এবং প্রুসিয়া ও রুসিয়া রাজ্যের দক্ষিণ পূর্ব্বে আছে। মেডিটরেনিয়ান সাগর, ইউরোপ এবং আফ্রিকা রাজ্যের মধ্যস্থল। ব্ল্যাকসাগর, আজফ্ সাগর, এবং মর্ম্মরা সাগর, এসকল ইউরোপ এবং আসিয়া দেশের মধ্যবর্ত্তী, আর্কটিক মহাসাগরস্থ কাগুলাক্স এবং আর্কঙ্গূল উপসাগর হোয়াইট সমুদ্রের শাখা, এতদ্ভিন্ন শেষকয়া ও ওয়ারাঙ্গর ফিয়র্ড উপসাগর ঐ মহাসাগরে আছে।

 আটলাণ্টিক মহাসাগরস্থ বোখনিয়া, ফিনল্যাণ্ড এবং রিগা উপগাগর, এসকল বল্টিক্ সাগরের শাখা। লিয়ন উপসাগর, ফ্রান্স রাজ্যের পশ্চিমে। জেনোয়া উপসাগর। ভিনিস্ উপসাগর অথবা এড্রিএটিকসাগর ইটালী এবং তুরুকদেশের মধ্যবর্ত্তী। ইটালী দেশের দক্ষিণস্থ টরেণ্টো উপ