পাতা:ভূগোল সার.djvu/২৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২২
ভূগোল।

সাগর এবং করিন্থ উপসাগর মেডিটরেনিয়ান্ সাগরের শাখা। ফ্রান্স দেশের পশ্চিমে এবং ম্পেইন্ দেশের উত্তর ভাগে বিস্কে নামক অখাত আছে।

ইউরোপের মোহানা।

 আইরিষ মোহানা, ইংলণ্ড এবং আয়র্লণ্ড দেশের মধ্যে আছে। ব্রিটিস মোহানা, ইংলণ্ড এবং ফ্রান্স দেশের মধ্যবর্ত্তী। স্কেজর রাক, এবং কাটীগাট্ এই দুই মোহানা বল্টিক সাগরে প্রবেশের পথ স্বরূপ হইয়াছে। ডোবর মোহান, ডোবর এবং ক্যালেশ দেশের মধ্যবর্ত্তী। জিবরাল্টর মোহানা, স্পেইন এবং আফ্রিকা দেশের মধ্যে আছে। বনি ফেসিও মোহানা, সার্ডিনিয়া এবং কর্ষিকা দেশের এবং মেসিনা মোহানা, সিসিলি এবং ইটালী দেশের মধ্যবর্ত্তী কনষ্টাণ্টিনোপল মোহানা দ্বারা ব্ল্যাক সাগর ও মর্ম্মরাসাগর সংযুক্ত হইয়াছে। কাফা মোহানা, ব্ল্যাক সাগরকে আজফ্ সাগরে যুক্ত করিয়াছে। সৌণ্ড মোহানা, জিলণ্ড উপদ্বীপ এবং সোএডন্ দেশের মধ্যবর্ত্তী, তাহাতে দেন্মার্ক রাজ্যেশ্বর বল্‌টিক সাগরে গমনশীল জাহাজাদির মাসূল গ্রহণ করেন।

ইউরোপীয় হ্রদ।

  ইউরোপের অন্তঃপাতি যে২ দেশে প্রধান২ যে সকল হ্রদ আছে তাহার বিবরণ যথা।