পাতা:ভূগোল সার.djvu/২৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
২৩

 রুসিয়াদেশে লেডোগা এবং অনিগা হ্রদ। সোএডন রাজ্যে ওএনর এবং ওএটর হ্রদ। হলণ্ড দেশে হয়রলেম হ্রদ। ইংলণ্ড দেশে কেসুইক অথবা ডার ওএণ্টার হ্রদ, স্কটলণ্ড দেশে লকলমণ্ড এবং লক্লেবন হ্ৰদ। আয়র্লণ্ড দেশের দক্ষিণে কিলানীর হ্রদ আছে।

 সুইজ্জরলণ্ড দেশে জেনবা এবং কন্‌ষ্টান্স হ্রদ। ইটালী দেশের উত্তরে কোমো এবং মেগিওর হুদ আছে।

 সুইজ্জরলণ্ড, ইটালী, স্কটলণ্ড, আয়র্লণ্ড এবং ইংলণ্ডের হ্ৰদ সকল অতিসুদৃশ্য।

ইউরোপেরনদী।

  ইউরোপ দেশের নদী সকল যে২ স্থান হইতে প্রকাশ হইয়া যে২ স্থানে প্রবেশ করিয়াছে এবং যে২ দেশ সেই সকল নদী তীরস্থ তাহার বিবরণ।

 দ্বীনানদী, রুসিয়াদেশস্থ বলগদা পর্ব্বতের নিকটবর্ত্তি স্থান হইতে প্রকাশ হইয়া হোয়াইট্ সাগরে প্রবেশ করিয়াছে।

 বলগা, ডান, এবং নীপর এই তিন নদী, রুসিয়ার মধ্যস্থ পর্ব্বত হইতে প্রকাশ হইয়াছে। তাহার মধ্যে বলগা যে ইউরোপের প্রধান নদী, তাহা এষ্ট্রকান দেশের নিকটস্থ কাস্পিয়ন সাগরে প্রবিষ্টা হইয়াছে, ডাননদী আজফ্দেশের আজফ্ সাগরে প্রবেশ করিয়াছে। নীপর, নদী চের্শন দেশের নিকটস্থ ব্লাক সাগরে প্রবিষ্টা হইয়াছে। ডিনুবনদী, সোএবিয়া