পাতা:ভূগোল সার.djvu/৩১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৬
ইউরোপ

  পোনদী, সেবয়দেশের এল্পস্ পর্ব্বতশ্রেণী হইতে পূর্ব্ব মুখে গিয়া এড্রিএটিক সাগরে প্রবিষ্টা হইয়াছে, এই নদীর নিকটস্থ প্রধান নগর টুরিন, ফেরারা এবং এড্রিয়া।

  টাইবর নদী, এপিনাইস্ পর্ব্বত হইতে দক্ষিণ মুখে যাইয়া মেডিটরেনিয়ান্ সাগরে প্রবিষ্টা হইয়াছে, এই নদীর মোহানার ৯ ক্রোশ অন্তরে রুম রাজ্য।

  টেম্স নদী, গ্লষ্টর সাইয়ার দেশীয় কটসৌলড গিরি হইতে দক্ষিণ পূর্ব্বমুখে গিয়া জর্ম্মাই সাগরে প্রবিষ্টা হইয়াছে উক্ত নদীর তীরস্থ প্রধান নগর, লণ্ডন, উইণ্ডসর, এবং অক্সফোর্ড। সেডবন্ নদী, ওএল্স দেশস্থ প্লিনলিন্মন্ পর্ব্বত হইতে দক্ষিণ মুখে গিয়া ব্রিষ্টল মোহানাতে পতিত হইয়াছে,এই নদীর তীরস্থ প্রধান নগর, শ্রসবরি, ওরসেষ্টর এবং গ্লষ্টর।

  ট্রেষ্ট, ওউস, এবং ডর্ব্বন্ত এই তিন নদীর সংযোগে উৎপন্ন হম্বর নামক নদী, ইয়র্কসায়ার এবং লিঙ্কন্ সায়ার দেশের মধ্যস্থ জর্ম্মাণ্ সাগরে গিয়াছে।

  টেনদী, গ্রেস্ত্রিয়ান্ গিরি হইতে যাইয়া জর্ম্মাণ্ সাগরে পতিতা হইয়াছে।

  টুইড নদী, লেনাক দেশে জগ্লিরা, ইংলণ্ড এবং স্কটলণ্ড দেশের মধ্যস্থ জর্ম্মাণ্ সাগরে প্রবিষ্টা হইয়াছে, ইহার তীরস্থ প্রধান নগর বেরুইক।