পাতা:ভূগোল সার.djvu/৩৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৮
ইউরোপ।

 গ্রেম্পিয়ান্ পর্ব্বত শ্রেণী, স্কট্লণ্ড দেশে অবস্থিত আছে। শেবিয়ট্ নামক ক্ষুদ্র পর্ব্বত সকল ইংলণ্ড এবং স্কটলণ্ড দেশের মধ্যবর্ত্তী। অতি বিখ্যাত শিশিলি দেশস্থ বাড়বানল পর্ব্বতের নাম এটনা,বিষুবিয়স, নেপলস দেশের সমীপস্থ বাড়বানল পর্ব্বত। হেক্লা আইশল্যাণ্ড দেশস্থ বাড়বানল পর্ব্বত।

 এল্প পর্ব্বত শ্রেণীস্থ ব্ল্যাঙ্ক নামক পর্ব্বত ইউরোপের সমুদায় পর্ব্বতাপেক্ষা উচ্চ।

 স্পেইন দেশীয় বার্শলোনা নগরের নিকটস্থ মণ্টসেয়াট্ পর্ব্বতে তপস্বিরা বাস করে এইহেতু অতি প্রসিদ্ধ।

 স্কট্লণ্ড দেশস্থ বেননেভিষ, গ্রেটব্রিটন রাজ্যের উচ্চতম পর্ব্বত।

 স্নোডন, ওএলস দেশের এবং স্কিডডা, ইংলণ্ড দেশের উচ্চতম পর্ব্বত।

ইউরোপের প্রায়দ্বীপ, এবং ডমরুমধ্য।

 নরওএ, এবং সোএডন, একত্র হওয়াতে যে প্রায়দ্বীপ নির্ম্মিত হয়, পূর্ব্বে তাহাকে স্কেণ্ডিনেবিয়া বলা যাইত। দের্ন্মাকদেশে জট্লাণ্ড প্রায়দ্বীপ।

 ব্লাক সাগরে ক্রিমিয়া প্রায়দ্বীপ। স্পেইন এবং পোর্ত্তুগাল প্রায়দ্বীপ, মেডিটরেনিয়ান সাগরকে অপর মহাসাগর হইতে পৃথক্ করিয়াছে। নোরিয়া প্রায়দ্বীপ গ্রীশ দেশের এক অংশ।