পাতা:ভূগোল সার.djvu/৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
২৯

 করিন্থ নামক ডমরুমধ্য মোরিয়াকে অপর ভূমির সহিত যুক্ত করিয়াছে।

 প্রিকপ্ ডমরুমধ্য ক্রিনিয়া প্রায়দ্বীপকে তাহার ক্ষুদ্র রাজ্যের সহিত সুসংযুক্ত করিয়াছে।

 ইউরোপের উত্তর প্রান্তে উত্তর অন্তরীপ। স্কটলণ্ডদেশের উত্তরে রথ্ অন্তরীপ।

 ক্লিয়র অন্তরীপ, আয়র্লণ্ড দেশের দক্ষিণ ভাগে এক ক্ষুদ্রোপদ্বীপের দক্ষিণে আছে।

 ইংলণ্ড দেশের দক্ষিণ পশ্চিমস্থ ল্যাণ্ডসেণ্ড, এবং লিজার্ড এই দুই অন্তরীপ, কর্নোয়াল দেশে আছে। উত্তর ফোরলাণ্ড এবং দক্ষিণ ফোরলাণ্ড, কেণ্ট দেশে আছে।

 স্পেইন দেশের সর্ব্বোত্তরে আটিগাল অন্তরীপ, উক্ত দেশের সর্ব পশ্চিমে ফিনিষ্টেরি অন্তরীপ, এবং দক্ষিণে ট্রাফাল্গর অন্তরীপ।

 পোর্ত্তুগাল দেশে সেইণ্ট ভিন্সণ্ট এবং রোকা অন্তরীপ। স্পার্টিভেণ্টো অন্তরীপ ইটালী দেশের সর্বদক্ষিণে। মটাপান্ অন্তরীপ, গ্রীশ দেশের দক্ষিণ ভাগস্থ মোরিয়া দেশে আছে।

ইউরোপেরদ্বীপ।

 উত্তরীয় মহাসাগরে, স্পিটজবর্ঘেন দ্বীপ, এবং বলটিক