পাতা:ভূগোল সার.djvu/৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩০
ইউরোপ।

সাগরে, ওলাণ্ড, ভেগো, এবং ইজেল, এই সকল দ্বীপ রুস রাজ্যের অন্তর্গত।

 লফোডেন নামক কতিপয় ক্ষুদ্রদ্বীপে নরওএ দেশাধিপের অধিকার। এবং বলটিক সাগরস্থ ওলাণ্ড এবং গথল্যাণ্ড দ্বীপ সোএএনাধিপতির বাস স্থান।

 আট্লাণ্টিক মহাসাগরে আইসল্যাণ্ড এবং ফিরোদ্বীপ, আর বাল্টিক সাগরস্থ জিলণ্ড,এবং ফনেন দ্বীপ দেন্মার্কের রাজ্য।

 নেপোলিয়ন বোনাপার্টির জন্মস্থান কলিকা দ্বীপ ফ্রান্সের অধিকৃত। টস্কানি দেশাধিকৃত এলবা দ্বীপ, ফ্রান্স দেশের সিংহাসন প্রথম পরিত্যাগ কালে উক্ত নেপোলিয়ান সাহেব হস্তগত করিয়াছিলেন, উক্ত দুই দ্বীপ ইটালী দেশের পশ্চিম।

 বেলিএরিক, ক্ষুদ্র উপদ্বীপ সকল, (অর্থাৎ মেজর্কা মিনর্কা, এবং ইবিকা,) স্পেইনদিগের অধিকৃত।

 আটলাণ্টিক মহাসাগরের মধ্যস্থ এজোর্স দ্বীপে পোর্ত্তুগালদিগের বাস।

 আয়োনিয়ান নামক সপ্ত দ্বীপ মধ্যে রাজার বাসস্থান কর্ফু দ্বীপ এবং জান্তি ও সেফালোনিয়া, এই তিন দ্বীপ প্রধান।

 সিসিলি দেশের উত্তরে লিপারী নামক দ্বাদশ ক্ষুদ্র দ্বীপ স্পেইন জাতীয়দিগের অধিকৃত।