পাতা:ভূগোল সার.djvu/৩৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩১
ভূগোল।

 গ্রীস এবং আসিয়ামাইনরের মধ্যস্থ, ক্যাণ্ডিয়া, হ্রোড্স, এবং বহুসংখ্যক ক্ষুদ্র২ দ্বীপ যাহাকে মেডিটরেনিয়ান দ্বীপ সমূহ বলা যায়,তাহাতে তুরুক জাতীয়দিগের অধিকার।

 অর্কনী, সেটল্যাণ্ড, এবং হেব্রাইভস্ দ্বীপ, স্কচজাতীয় দিগের রাজ্য।

 ব্রিটিস মোহানাতে, ওয়াইট ক্ষুদ্র দ্বীপ আইরিস মোহানাতে ম্যান নামক ক্ষুদ্রদ্বীপ। জর্সি, গুএরনসি, এবং এলভর্নি এই তিন দ্বীপ ফ্রানস দেশের সীমার নিকটে আছে। ল্যাণ্ড সেণ্ডের তীরস্থ সিলি নামক ক্ষুদ্রদ্বীপ, ইংলণ্ডাধিকৃত। আইরিস মোহানাস্থ, এঙ্গলেসা ক্ষুদ্রদ্বীপ, ওএলস দেশের অধিকারস্থ।

ইউরোপান্তর্গত যে২ দেশ হইতে যে২ দ্রব্যপ্রাপ্ত
হওয়া যায় তাহার বিবরণ।

 ইংলণ্ড দেশে নানা প্রকার লৌহ, কার্পাস, এবং তদ্বস্ত্র, ইস্পাত নির্ম্মিত বন্দুকাদি অস্ত্র,যন্ত্র,কাচ, মৃত্তিকা পাত্র,কাগজ, লবণাক্ত এবং শুষ্ক মৎস্য, শস্যোৎপন্ন পেয়দ্রব্য, এবং আর প্রকার তদ্দেশজাত আর২ অনেক দ্রব্য প্রাপ্ত হওয়া যায়।

 স্কটলণ্ড দেশ, কার্পাসবস্ত্র, গোমেষাদি পশু, নানা প্রকার মৎস্য এবং উত্তরামেরিকাজাত দ্রব্য সকল পাওয়া যায়।

 আয়র্লণ্ড দেশে শস্য, বৃষ, গোল আলু এবং ত্বক সূত্র বস্ত্র অর্থাৎ ছালটি জন্মে।