পাতা:ভূগোল সার.djvu/৩৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩২
ইউরোপ।

 রুসিয়া এবং সোএডন রাজ্যে চর্ব্বি, আলকাতরা,শোণ, মশিনা, বাহাদুরীকাষ্ঠ এবং লৌহ ইত্যাদি দ্রব্য উৎপন্ন হয়।

 নরওত্র দেশ হইতে, চৌকড়কাষ্ঠ, চর্ব্বি, মাখন, শুকমৎস্য, ফট্কিরী এবং তাম্রের আমদানী হয়।

 হলণ্ড দেশে গোমহিষাদি চতুষ্পদ পশু, হোএল নামক মৎস্যের তৈল এবং নিকটস্থ নানাস্থানে অন্যান্য দ্রব্য, বিশেষতঃ চিনি এবং মশালা প্রাপ্ত হওয়া যায়। ফ্রান্স হইতে, সুরা, রেশম, মখমল, পশমী বস্ত্র, কাচ, এবং ফলের মোরব্বা। স্পেন দেশ হইতে সুৱা, পশম, গুবাক, বাদাম, কমলানেবু, ডুম্বর এবং কর্ক নামক বৃক্ষের ছাল, এবং দেশোৎপন্ন অন্যান্য দ্রব্য, ও মদিরা পোর্ত্তুগাল দেশ হইতে আইসে।

 জর্ম্মণি দেশে শোণ, মশিনা, তামাকু, পশম ইত্যাদি দ্রব্য পাওয়া যায়। ইটালী দেশ হইতে, নানাপ্রকার ফল, রেশম এবং বিচিত্র প্রস্তর। তুরস্ক দেশ হইতে গালিচা, চর্ম্ম, রেশম, কাওয়া এবং ডুম্বর আইসে।

 পোলণ্ড দেশে গম এবং ক্রেকোর আর্করে লবণ উৎপন্ন হয়।