পাতা:ভূগোল সার.djvu/৪০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আফ্রিকা।
৩৫

জাহাজ রাখিতেন) আসান্তি, ডাহোমি, বেনিন, বিয়াফ্রা, কঙ্গো, লোঙ্গো, এঙ্গোলা, বেঙ্গোএলারাজ্য, এবং জালফ্ ও ফৌলার রাজধানী।

 পূর্ব্বভাগে, নুবিয়া, এবিসিনিয়া প্রভৃতি বহুরাজ্য আছে, এ সকলের বিশেষ অদ্যাপি কিছুই প্রকাশ হয় নাই।

 দক্ষিণে গুডহোপ অন্তরীপের রাজ্য, এবং হটেণ্টট, ও কাফ্রারিয়া দেশ। মধ্যস্থলে বুর্নু, ডার্ফর, ফেজিয়ান, টম্বক্তু, এবং অন্য এক বৃহৎ খণ্ড যাহাকে সুডান, অথবা নিগ্রিসিয়। বলা যায়, এবং উক্ত ভিন্ন অপর এক প্রশস্ত বন্য ভূমি আছে, তাহাতে অদ্যপি বসতি হয় নাই।

 উক্ত খণ্ড সকলের মধ্যে কতিপয় খণ্ড ইউরোপীয়দিগের অধিকার, এলজিয়র্স রাজ্য সম্প্রতি ফ্রেঞ্চজাতিদিগের অধিকৃত হইয়াছে।

 কোঙ্গোরাজ্যে, এবং আফ্রিকার পূর্ব্বসীমাতে পোর্ত্তুগিসদিগের বসতি। গুডহোপ অন্তরীপ প্রভৃতি কতিপয় স্থান ইংরাজদিগের হইয়াছে।

 মিসর দেশে প্রাচীনকালে শিল্প এবং দর্শনাদি বিদ্যার বিশেষালোচনা ছিল এবং তাহা অতি প্রাচীন ও খ্যাত্যাপন্ন রাজনগর পূর্ব্বে তুরুষ্ক রাজ্যাধীন ছিল,কিন্তু তদ্দেশীয় পাশা নামক রাজা এইক্ষণে তাহাকে স্বাধীন করিয়াছেন।