পাতা:ভূগোল সার.djvu/৪৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
৪১

রাজ্য প্রধান নগর
গিনি কোষ্টঅন্তরীপ
বেনিন্ বেনিন্
বিয়াফ্রা বিয়াফ্রা
কঙ্গো সেণ্টসাল্বেডর
লোঙ্গো লোঙ্গো
এঙ্গোলা লোয়াণ্ডা
বেঙ্গোএলা বেঙ্গোএলা
নিউবিয়া সেনার, ডঙ্গোলা
আবিসিনিয়া গণ্ডার

হটেণ্টস্
কাফ্রারিয়া
গুডহোপ
 কেপটৌন্‌

আমেরিকা দেশীয় খণ্ড সকলের বিবরণ।

 নবপ্রকাশিত আমেরিকা স্বতন্ত্র এক মহাদ্বীপ, তাহাতে দুই বৃহৎ প্রায়দ্বীপ পেনামাডমরুমধ্য দ্বারা যুক্ত হওয়াতে উত্তরামেরিকা এর দক্ষিণামেরিকা নামে বিখ্যাত হইয়াছে।
 আমেরিকাতে যে সকল সভ্য লোকেরা আছেন তাহাঁরা ইউরোপীয় দিগের বংশোদ্ভব, কিন্তু নূতন বসতিকারিরা