পাতা:ভূগোল সার.djvu/৪৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
8२
আমেরিকা।

ইউরোপ দেশের অধীনতা পরিত্যাগ করিয়া স্বাধীন হইয়াছেন এবং অনেকে অদ্যাপিও অধীনতা বহন করিতেছেন।
 উত্তরামেরিকার উত্তর পশ্চিমে রুসিয়াধিকৃত আমেরিকা, প্রস্তরময় পর্ব্বতের পূর্ব্ব এবং পাঁচ বৃহৎহ্রদের উত্তর ভাগস্থ যাবদীয় দেশ, তাহা ব্রিটিস আমেরিকা অর্থাৎ ইংলণ্ডাধিকৃত আমেরিকা। ইউনাইটেড্‌ষ্টেট,উক্ত পাঁচ বৃহৎহ্রদ হইতে মেক্সিকো মোহানা পর্যন্ত এবং নিঃসিঃসিপ্পিনদী হইতে আট্লাণ্টিক মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ হইয়াছে, এবং তদন্তর্গত নিঃসিঃসিপ্পীর পশ্চিমস্থ লুইসিয়ানা নামক এক বৃহৎ ভূমি খণ্ড, ও মেক্সিকো এবং গোয়াটীমালার প্রজাপ্রভুক রাজ্য এই সকল উত্তরামেরিকার দক্ষিণ সীমা।
 গ্রীনল্যাণ্ড দেশ এবং তৎসমীপস্থ বৃহৎভূমিখণ্ড পূর্ব্বে আমেরিকা মহাদ্বীপের উত্তরাংশরুপে অনুভূত হইয়াছিল কিন্তু সম্প্রতি নির্ণীত হইয়াছে যে বেফ্ফিন অখাত এবং বেরিং মোহানার মধ্যে এক শাখা পথ আছে, তাহা হিম দ্বারা রুদ্ধ হইয়াছে।
 দক্ষিণামেরিকার উত্তর পশ্চিমে, কোলম্ভিয়া স্বাধীন রাজ্য। উত্তরে, ওরিঙ্কো এবং এমেজন এই দুই প্রধান নদীর মধ্যস্থ গুইয়ানা নামক ভূমিখণ্ড। পশ্চিম সীমা, পিরু এবং চিলি। মধ্যস্থলে, এমেজন নদীর দক্ষিণস্থ এমেঙ্গোনিয়া দেশ। পুর্ব্ব