পাতা:ভূগোল সার.djvu/৪৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
৪৩

সীমা, ব্রেজিল। দক্ষিণ সীমা, চিলি এবং ব্রেজিলের মধ্যবর্ত্তী লা পাটা, এবং ইহার দক্ষিণস্থ পাটাগোনিয়া।

আমেরিকার উপসাগর এবং অখাত।

 আমেরিকা দেশে যে সকল মোহানা এবং অখাত আছে তাহার বিবরণ যথা।
 উত্তর পূর্ব্বভাগে, বেফ্ফিন্ এবং হড্সন্স অখাত, মেক্সিকে। এবং ফ্লোরিডার মধ্যস্থ মেক্সিকো মোহানা, ফ্লোরিডা উপসাগর, যাহা ফ্লোরিডা এবং বাহামার মধ্যবর্ত্তী। হণ্ডুরাস এবং কেম্পিচীর অখাত এবং ডেরিএন উপসাগর ইহার কেরিব্বিএন সাগরের অংশ।
 সেইণ্ট লরেন্স উপসাগর, নিউফৌণ্ডলাণ্ড এবং এই মহাদ্বীপের মধ্যবর্ত্তী ফণ্ডি অখাত, নোবাস্কশিয়া এবং নিউ বরন্সুইকের মধ্যস্থ কেলিফর্ণিয়া, এবং মেক্সিকো দেশের মধ্যবর্ত্তী কেলিফর্ণিয়া উপসাগর। কোয়াড্রাদেশে নুট্কা নামক উপসাগর। কেরিব্বি এবং এই মহাদ্বীপের মধ্যগত জলভাগকে কেরিব্বিয়ান্ সাগর কহে।

আমেরিকার মোহানা।

 ডেরিণ মোহানা বফিম আখাতে প্রবেশ করে। হডসন মোহানা হডসন্ অখাতে প্রবেশ দ্বার। মেগাল্লেন মোহানা পেটাগোনিয়া এবং টেরাডেলফিউগো অর্থাৎ আগ্নেয় ভূমির মধ্যস্থ।