পাতা:ভূগোল সার.djvu/৪৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
88
আমেরিকা।
আমেরিকার হ্রদ।

  আমেরিক দেশে যে২ হ্রদ আছে, তাহা পৃথিবীর মধ্যে বৃহত্তম।
 উত্তরামেরিকায় এই পাঁচ বৃহৎ হ্রদ অর্থাৎ অন্তরিও, এরাই, মিচিগান, হুরণ এবং সুপীরিয়র, ইহারদের কোন২ শাখা সাগরের সমান, এবং পরস্পর একত্র হওয়াতে তদ্দেশের বাণিজ্য অতিসুকর হইয়াছে।
 অন্তরিও এবং এরাই হুদের মধ্যস্থানে নিয়াগার নামক এক বৃহৎ নিজর্ঝরের পতন হয়। উইন্নিপেগ, স্লেব হ্রদ, বেয়ার হ্রদ, এবং অপর বহু হ্রদ, সুপীরিয়রের উত্তর পশ্চিমে শ্রেণীবদ্ধ হইয়া অবস্থিত হইয়াছে।
 বর্ম্মৌণ্ট দেশস্থ চেম্পেলেইন, এবং মেক্সিকো দেশস্থ নিকারাগয়া অতি বৃহৎ হ্ৰদ। দক্ষিণামেরিকার প্রধান হ্রদ, লেপ্লাটা দেশীয় এণ্ডিস পর্ব্বতস্থ, টিটিয়াকা হ্রদ, এবং কলম্বিয়া দেশস্থ উপসাগরের সমান মারাক্যবো হ্রদ।

উত্তরামেরিকার নদী।

 মিঃসিঃসিপ্পি নদী পাশ্চাত্য পর্ব্বত সকল হইতে নির্গতা হইয়া এবং মিঃসুরী, ওহিও এবং রেড নদীর সহিত একত্র হইয়া দক্ষিণ পূর্ব্ব মুখে মেক্সিকো উপসাগরে প্রবেশ করিয়াছে। সেইণ্ট লরেন্স নদী উত্তর পূর্ব্বমুখে সেইণ্ট লরেন্স উপসাগরে যাইয়া উত্তরভাগস্থ প্রধান উপ সাগর