পাতা:ভূগোল সার.djvu/৫১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৬
আমেরিকা।

 এণ্ডিস পর্ব্বতের সমুদায় শ্রেণীর মধ্যে কতিপয় শৃঙ্গ অতি ৰিখ্যাত, যথা,কিম্বরাজে। সর্ব্বাপেক্ষ। উচ্চতম,এণ্টিসানা এক নির্ব্বাণ বাড়বানল পর্ব্বত, এব^কোটোপাক্সী, এক প্রজ্বলিত বাড়বানল, এই সকল কুইটোর নিকটবর্ত্তী এবং ইহার উত্তর ভাগস্থ শ্রেণী মেক্সিকোদেশস্থ শ্রেণী ব্যতিরেকে, দক্ষিণ ভাগস্থশ্রেণ্যপেক্ষা উচ্চতায় ন্যূনতর, আর্কটিক গোল রেখাতে তাহার নাম, রকি অর্থাৎ শিলাময় পর্ব্বত কহে। এবং মেক্সিকো দেশস্থ পোপোকেটাপীট নামক বাড়বানল শৃঙ্গ ও উচ্চতম।
 এপালাচিয়ান কিম্বা এল্লিঘানি পর্ব্বত যাহা পূর্ব্বভাগে আছে তাহা ইউনাইটেড ষ্টেটের উত্তর হইতে দক্ষিণ পর্য্যন্ত প্রসারিত হইয়াছে।

আমেরিকার প্রায়দ্বীপ।

 নোবা স্কোশিয়া ও ইষ্টফ্লোরিডা ইউনাইটেড্ ষ্টেটের দক্ষিণস্থ। মেক্সিকোদেশে,উকুতান,উত্তরামেরিকার পশ্চিম সীমাতে,কেলিফর্ণিয়া প্রায়দ্বীপ। এবং হড্সন্ মোহানার উত্তরে এক প্রায়দ্বীপ, এবং দক্ষিণে এক প্রায়দ্বীপ আছে।

আমেরিকার অন্তরীপ।

 টেরাডেল কিউগোর দক্ষিণভাগস্থ এক ক্ষুদ্র দ্বীপের ন্যায় অন্তরিপকে হরণ.অন্তরীপ কহে। ব্রেজিল দেশে সেইণ্ট রোক অন্তরীপ। গ্রীন্ল্যাণ্ড দেশের দক্ষিণে ফেয়রোএল অন্তরীপ।