পাতা:ভূগোল সার.djvu/৫৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৮
আমেরিকা।

স্পেইন দেশোদ্ভব লোকেরকের শাসনে ছিল, এইক্ষণে কাফ্রি দিগের স্বাধীন রাজ্য হইয়াছে।
 মেগেল্লান মোহানার দক্ষিণে টেরাডেল ফিউগো নামক দ্বীপ সমূহ।
 কুইঠোশের পশ্চিমভাগে গোলাপাগোজ নামক দ্বীপ সমূহে অদ্যাপি লোক বসতি হয় নাই।

আমেরিকার প্রধানবাণিজ্য দ্রব্য।

 ক্যানাডা দেশের উত্তর এবং উত্তর পশ্চিমস্থ দেশ সমূহ হইতে যথেষ্ট ফের্, অর্থাৎ পক্ষিপালকস্থ সূক্ষ লোম বিশেষ আনীত হয়, ঐ সকল রোম দ্বারা তত্রত্য লোকেরা ব্যবহারোপযুক্ত পরিচ্ছদ জন্মায়।
 ক্যানাডা দেশ হইতে বাহাদুরী কাষ্ঠ, যষ্টি, ক্ষার, শুষ্ক মৎস্য, এবং উর্ণা, অর্থাৎ রোম, ইউনাইটেড রাজ্যে, কার্পাস, তামাক এবং তণ্ডুল উৎপন্ন হয়।
 বর্জ্জিনিয়া দেশোৎপন্ন তামাক, এবং জৰ্জ্জিয়া, ও কেরোলিনাদেশোৎপন্ন কার্পাস, এবং তণ্ডু,ল, অত্যুৎকৃষ্ট।
 মেক্সিকো এবং পিরু দেশে বহুমূল্য সুবর্ণ এবং রজতাকর আছে তাহা অতিশয় বিখ্যাত হইয়াছে কিন্তু এ পর্যন্ত যে সকল আকর প্রকাশ পাইয়াছে তন্মধ্যে পিরুদেশের দক্ষিণ ভাগস্থ পটোশী দেশের আকরে অধিক ধাতু আছে।