পাতা:ভূগোল সার.djvu/৫৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
৪৯

 ব্রেজিল দেশ হইতে, সূবর্ণ রজত এবং যথেষ্ট হীরক আসিয়া থাকে।
 উত্তরামেরিকার দেশ সকলেতে, চিনি, কাওয়া, তামাক, এবং গৌড়ী মদিরা ঘথেষ্ট জন্মে।
 মেক্সিকো দেশান্তর্গত, কেম্পিচী স্থানে বাতিকাষ্ঠ, ও এক প্রকার রঙ্গ জন্মে। হণ্ডুরাস দেশ হইতে বাতিকাষ্ঠ এবং মেহাগ্নি কাষ্ঠ নানা দেশে যায়।

অস্ট্রেলিয়া রাজ্যের বিবরণ।

 পশ্চাল্লিখিত দেশ সকল অস্ত্রেলিয়া রাজ্যের অন্তর্গত যথা, নব্যহলণ্ড, ব্যাণ্ডিম্যান্সিল্যাণ্ড, নব্যজিলণ্ড, নব্যগিনী, নূতন ব্রিটেন,নব্যক্যাল্তোনিয়া, নব্যহেব্রাইড্স, এবং সমীপ বর্ত্তি বহু দ্বীপ।
 নূতন দাক্ষিণাত্য ওএ্লস দেশ, যাহা নব হলণ্ডের পূর্বাংশ, তাহাতে এবং ব্যাণ্ডিম্যান্সিল্যাণ্ডে, ব্রিটেন দেশীয় লোকেরা বাসারম্ভ করিয়াছেন।
 উক্ত দ্বীপস্থ লোকেরা নিতান্ত অসভ্য, বিশেষতঃ নব জিলণ্ডীয়েরা মনুষ্যমাংস ভক্ষণ করে।
 নুতন দক্ষিণাত্য ওএল্স দেশের শিড্সী নামক স্থানে ব্রিটেন দেশীয় বহু সংখ্যক লোকের বাসারম্ভ করিয়াছে এবং ব্যাণ্ডিম্যান্সি ল্যাণ্ডের দক্ষিণ সীমাস্থ হোয়ার্ট নগরেও ব্রিটেন লোকদিগের বসতি হইয়াছে, বোটানীবে দেশে গ্রেট ব্রিটে