পাতা:ভূগোল সার.djvu/৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভূগোল।
অখাত।

 মহাসাগর হইতে নিগর্ত অথচ আকারে প্রায় উপসাগর তুল্য এবং মোহানা অতি বিস্তীর্ণ এমত প্রবল জলাশয়কে অখাত বলেন।

হ্রদ।

  চতুর্দ্দিকে স্থল বেষ্টিত জল কিন্তু সমুদ্রে সংযুক্ত নহে তাহাকে হ্রদ বলেন, হ্রদের আকার সরোবরের ন্যায়, অথচ স্বভাব জাত।

মোহানা।

 পরিসর স্বল্প অথচ যাহার দ্বারা এক সাগর অন্য সাগরে মিলিত হয় তাহাকে মোহানা বলেন।

নদী।

  পর্ব্বতাদি হইতে নির্গত হইয়া যাহা দ্বারা জলস্রোত হ্রদে কিম্বা সমুদ্রে যায় তাহাকে নদ কিম্বা নদী বলেন।

বহুমুখ বহুমুখী।

  নদ নদীর অধিক মুখ থাকিলে সেই নদ নদীকে বহুমুখ বহুমুখী বলা যায়।

উপনদী।

  যে খালের জল নদীতে প্রবেশ করে সেই খালকে উপনদী বলেন।