পাতা:ভূগোল সার.djvu/৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
8
ভূগোল।
খাড়ী কিম্বা শাখানদী।

  সমুদ্রাদি হইতে নির্গত ক্ষুদ্র জলাশয়কে খাড়ী অথবা শাখানদী বলেন।

কীলকস্থান।

  সাগরাদি জলাশয়ের যে স্থানে বৃহৎ নৌকাদি লোঙ্গর করিয়া থাকে তাহাকে কীলক স্থান বলেন।

কোল৷

  ব্যাঘাত নিবারণ জন্য সাগরাদির যে২ স্থানে বৃহৎ নৌকাদি লোঙ্গর করে তাহাকে ঘোল অথবা কোল বলে।

খাল।

  মনুষ্যকৃত যে দীর্ঘাকার জলাশয় নৌকাদি গননাগমনের উপযুক্ত হয় তাহাকে খাল বলা যায়।

পৃথিবীর স্থলের বিবরণ।

 জলস্থানের ন্যায় পৃথিবীর স্থলের পৃথক্২ নাম আছে, যথা মহাদ্বীপ,দ্বীপ, উপদ্বীপ, প্রায় দ্বীপ, অন্তরীপ, ডমরুমধ্য, অন্তরাল, তীর, কাছাড়, গ্রন্থিকা, গ্রন্থিকাধ্বজ,গুপ্তচর,সেতু,বন্দর, পর্ব্বত, ক্ষুদ্র পর্ব্বত, বাড়বানল পর্ব্বত, রাজধানী, নগর, গ্রাম, সীমা, দুর্গ, গড়বন্দীবাটী, উপবন, নিবিড়বন।

মহাদ্বীপ।

  যাহাতে পৃথক২ নামে বহুদেশ আছে তাহার নাম মহা