পাতা:মনুসংহিতা - প্রথম খণ্ড (রামধন হালদার).djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/ره হিত আমার অত্যন্ত সখ্য ভাব ছিল, এইক্ষণে অামি মমুর বাক্য সকল ব্যাখ্যা করিবার সময় পাইয়াছি, অতএব প্রার্থনা করি, তোমরা এতদ্বিষয়ে সাহায্য কর॥৩। রাগ দ্বেষাদি রহিত এবং সাধু লোকের হিতার্থ মহুবচনের যথার্থ তত্ত্ব কথনে প্রবৃত্ত যে আমি দৈবাৎ যদি কোনস্থানে আমার ভ্রম হয় তবে জগদীশ্বর তাহাহইতে নিস্তার করি বেন ॥ ৪। অনেকানেক টীকাকার দিগের অতি মনোহর প্রাচীন ব্যাখ্যা থাকিলেও আমি যে এই মনুবাক্যের ব্যাখ্যা করিতেছি ইহাকে স্বতন বলিয়া বিবেচনা করিতে হইবে অর্থাৎ ইহাতে কোন টীকার সায্য লওয়া হয় নাই ॥ ৫ ॥