পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

মুক্তরূপ

তোমারে আপন কোণে স্তব্ধ করি যবে
পূর্ণরূপে দেখিনা তোমায়,
মোর রক্ততরঙ্গের মত্ত কলরবে।
বাণী তব মিশে ভেসে যায়।
তোমার পাখারে আমি রুদ্ধ করি বুঝি,
সে-বন্ধনে তোমাবেই পাই না তো খুঁজি’,
তুমি তো ছায়ার নহ, প্রভাত-বিলাসী,
আলোতেই তোমার প্রকাশ,
তোমার ডানার ছন্দে তব উচ্চ হাসি
যাক্ চ’লে ভেদিয়া আকাশ॥

জানি, যদি লুব্ধ মনে কৃপণতা করি,
ঐশ্বর্য্যেও দৈন্য না ঘুচায়,
ব্যর্থ ভাণ্ডারের তবে রহিব প্রহরী,
বঞ্চনা করিব আপনায়।
আত্মা যেথা লুপ্ত থাকে সেথা উপচ্ছায়া
মুগ্ধ চেতনার ’পরে রচে তা’র মায়া,
তাই নিয়ে ভুলাবে কি আমার জীবন?
গাঁথিব কি বুদ্বুদের হার?
তোমারে আড়াল ক’রে তোমার স্বপন
মিটাবে কি আকাঙ্ক্ষা আমার?

৮০