পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নাম্নী

শ্যামল উদার
সেবা যত্ন সরল শান্তিতে
ঘনচ্ছায়া বিস্তারিয়া আছে চারিভিতে;
তাহার মমতা
সকল প্রাণীর ’পরে বিছায়েছে স্নেহের সমতা;
পশু পাখী তা’র আপনার;
জীববৎসলার
স্নেহ ঝরে শিশুপরে, বনে যেন নত মেঘভার
ঢালে বারিধার।
তরুণ প্রাণের ’পরে করুণায় নিত্য সে তরুণী,—
—নাম কি করুণী?


১১৭