পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫২

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ভাবিনী

আকাশ আপনারি লিপি লিখে’
পড়িতে দিল যেন তা’রে,
সে তাই চেয়ে চেয়ে অনিমিখে
বুঝিতে বুঝি নাহি পারে।


হয়তো দেখিতাম রজনীতে
সে যেন সুরহারা বীণা
বিজন দীপহীন দেহলিতে
মৌন মাঝে আছে লীনা।
একদা বেজেছিলো যে-রাগিণী
তা’রে সে ফিরে যেন নিল চিনি’
তারার কিরণের কম্পনে
নীরব আকাশের মাঝে,
সুদুর সুরসভা-অঙ্গনে
সুরের স্মৃতি যেথা বাজে!

১৫ আশ্বিন, ১৩৩৫
১৩১