পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মিলন

সহস্র দিনের মাঝে আজিকার এই দিনখানি
হ’য়েছে স্বতন্ত্র চিরন্তন।
তুচ্ছতার বেড়া হ’তে মুক্তি তা’রে কে দিয়েছে আনি’
প্রত্যহের ছিঁড়েছে বন্ধন।
প্রাণ-দেবতার হাতে জয় টীকা প’রেছে সে ভালে,
সূর্য্য তারকার সাথে স্থান সে পেয়েছে সমকালে,
সৃষ্টির প্রথম বাণী যে-প্রত্যাশা আকাশে জাগালে
তাই এলো করিয়া বহন॥

২০ আশ্বিন, ১৩৩৫
১৪৩