পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

গুপ্তধন

আরো কিছুখন না হয় বসিয়ো পাশে,
আরো যদি কিছু কথা থাকে তাই বলো
শরৎ আকাশ হেরো ম্লান হ’য়ে আসে,
বাষ্প আভাসে দিগন্ত ছলোছলো।
জানি তুমি কিছু চেয়েছিলে দেখিবারে,
তাই তো প্রভাতে এসেছিলে মোর দ্বারে,
দিন না ফুরাতে দেখিতে পেলে কি তা’রে
হে পথিক, বলো বলো,—
সে মোর অগম অন্তর পারাবারে
রক্তকমল তরঙ্গে টলোমলো।


দ্বিধাভরে আজো প্রবেশ করোনি ঘরে,
বাহির আঙনে করিলে সুরের খেলা,
জানিনা কী নিয়ে যাবে-যে দেশান্তরে,
হে অতিথি, আজি শেষ-বিদায়ের বেলা।

১৪৬