পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

যাবার দিকের পথিক সে বোঝে,
যে যায় সে যায় চ’লে,
যারা থাকে তা’রা এ উহারে খোঁজে,
যে যায় তাহারে ভোলে।
তবুও নিজেরে ছলিতে ছলিতে
বাঁশি বাজে মনে চলিতে চলিতে,
“ভুলিব না কভু” বিভাসে ললিতে
এই কথা বুকে দোলে॥

৩ ভাদ্র, ১৩৩৪
১৬৮