পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

বিরাম হ’লো আরামহীন
যদিরে তোর ঘরে,
না যদি রয় সাথী,
সন্ধ্যা যদি তন্দ্রা-লীন
মৌন অনাদরে,
না যদি জ্বালে বাতি;
তবু তো আছে আঁধার কোণে
ধ্যানের ধনগুলি,
একেলা বসি আপনমনে
মুছিবি তা’র ধূলি,
গাঁথিবি তা’রে রতনহারে
বুকেতে নিবি তুলি’
মধুর বেদনায়।
কানন-বীথি ফুলের রীতি
না হয় গেছে ভুলি,
তারকা আগে গগন কিনারায়
আয়রে ফিরে আয়॥

১৯ চৈত্র, ১৩৩৪
১৭২