পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া

শুনি যেন কানন-শাখায়
বেলা-শেষের বাজায় বেণু।
মাখিয়ে নে আজ পাখায় পাখায়
স্মরণভরা গন্ধরেণু।
কাল যে-কুসুম পড়ে ঝ’রে
তাদের কাছে নিস্‌গো ভ’রে
ওই বছরের শেষের মধু
—এই বছরের মৌচাকেতে॥


নূতন দিনের মৌমাছি, আয়,
নাইরে দেরী, করিস্ ত্বরা,
শেষের দানে ঐ রে বাজায়
বিদায়-দিনের দানের ভরা।
চৈত্র মাসের হাওয়ায় কাঁপা
দোলন-চাঁপার কুঁড়িখানি
প্রলয়-দাহের রৌদ্র তাপে
বৈশাখে আজ ফুট্‌বে, জানি॥

১৭৪