পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মহুয়া



জাগিয়া উঠিবি অশ্রুধারে,
মুহূর্ত্তে চিনিবি আপনারে;
ছিন্ন হবে ডোর,
তোমার মুক্তিতে তবে মুক্তি হবে মোর।


হে অচেনা,
দিন যায়, সন্ধ্যা হয়, সময় র’বে না;
মহা আকস্মিক
বাধাবন্ধ ছিন্ন করি’ দিক্‌
তোমারে চেনার অগ্নি দীপ্তশিখা উঠুক্‌ উজ্জ্বলি’,
দিব তা’রে জীবন অঞ্জলি॥

* আষাঢ়, ১৩৩৫
৪৪