পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।



অপরাজিত

ফিরাবে তুমি মুখ,
ভেবেছো মনে আমারে দিবে দুখ?
আমি কি করি ভয়?
জীবন দিয়ে তোমারে, প্রিয়ে, করিব আমি জয়।
বিঘ্ন-ভাঙা যৌবনের ভাষা,
অসীম তা’র আশা,
বিপুল তা’র বল,
তোমার আঁখি-বিজুলি-ঘাতে হবে না নিষ্ফল।


বিমুখ মেঘ ফিরিয়া যায় বৈশাখের দিনে,
অরণ্যেরে যেন সে নাহি চিনে।
ধরে না কুঁড়ি কানন জুড়ি’, ফোটে না বটে ফুল,
মাটির তলে তৃষিত তরুমূল।
ঝরিয়া পড়ে পাতা,
বনস্পতি তবুও তোলে মাথা।

l
8৫