পাতা:মহুয়া-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

সাগরিকা

সাগরজলে সিনান করি’ সজল এলোচুলে
বসিয়াছিলে উপল-উপকূলে।
শিথিল পীতবাস
মাটির ’পরে কুটিল—রেখা লুটিল চারি পাশ।
নিরাবরণ বক্ষে তব, নিরাভরণ দেহে
চিকন সোনা-লিখন ঊষা আঁকিয়া দিল স্নেহে।
মকর-চূড় মুকুটখানি পরি’ ললাট ’পরে
ধনুক-বাণ ধরি’ দখিন করে,
দাঁড়ানু রাজবেশী,—
কহিনু, “আমি এসেছি পরদেশী।”

 

চমকি’ ত্রাসে দাঁড়ালে উঠি’ শিলা-আসন ফেলে,
শুধালে, “কেন এলে?”
কহিনু আমি, “রেখো না ভয় মনে,
পূজার ফুল তুলিতে চাহি তোমার ফুল-বনে।”
চলিলে সাথে, হাসিলে অনুকূল,
তুলিনু যূথী, তুলিনু জাতী, তুলিনু চাঁপা ফুল।

৭০