পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পত্রের প্রত্যাশা
১০৭

অন্ধকার নদীতীরে  বেড়াতেছি ফিরে ফিরে,
প্রকৃতির শান্তি ধীরে পশিছে জীবনে।
ক্রমে আঁখি ছলছল্,  দুটি ফোঁটা অশ্রুজল
ভিজায় কপোলতল— শুকায় বাতাসে।
ক্রমে অশ্রু নাহি বয়,   ললাট শীতল হয়
রজনীর শান্তিময় শীতল নিশ্বাসে।

আকাশে অসংখ্য তারা চিন্তাহারা ক্লান্তিহারা,
হৃদয় বিস্ময়ে সারা— হেরি একদিঠি।
আর যে আসে না আসে  উন্মুক্ত এ মহাকাশে
প্রতি সন্ধ্যা পরকাশে অসীমের চিঠি।
অনন্ত বারতা বহে,  অন্ধকার হতে কহে,
‘যে রহে যে নাহি রহে কেহ নহে একা।
সীমাপরপারে থাকি  সেথা হতে সবে ডাকি,
প্রতি রাত্রে লিখে রাখি জ্যোতিপত্রলেখা।’


২৩ বৈশাখ ১৮৮৮