পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
বঙ্গবীর
১৪১

আমি কেদারায় মাথাটি রাখিয়া
এই কথাগুলি চাখিয়া চাখিয়া
সুখে পাঠ করি থাকিয়া থাকিয়া—
প’ড়ে কত হয় শেখা!

পড়িয়াছি বসে জানালার কাছে
জ্ঞান খুঁজে কারা ধরা ভ্রমিয়াছে,
কবে মরে তারা মুখস্থ আছে
কোন্ মাসে কী তারিখে।
কর্তব্যের কঠিন শাসন
সাধ ক’রে কারা করে উপাসন,
গ্রহণ করেছে কণ্টকাসন—
খাতায় রেখেছি লিখে।

বড়ো কথা শুনি, বড়ো কথা কই,
জড়ো করে নিয়ে পড়ি বড়ো বই—
এমনি করিয়া ক্রমে বড়ো হই,
কে পারে রাখিতে চেপে!
কেদারায় বসে সারাদিন ধরে
বই প’ড়ে প’ড়ে মুখস্থ ক’রে
কভু মাথা ধরে, কভু মাথা ঘোরে—
বুঝি বা যাইব খেপে।