পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১৫৮
নিন্দুকের প্রতি নিবেদন

ঘৃণার টানেও কেহ বা আসিবে,
তুমি করিয়ো না ঘৃণা।
এতই কোমল মানবের মন,
এমনি পরের বশ,
নিষ্ঠুর বাণে সে প্রাণ ব্যথিতে
কিছুই নাহিকো যশ।
তীক্ষ্ণ হাসিতে বাহিরে শোণিত,
বচনে অশ্রু উঠে,
নয়নকোণের চাহনি-ছুরিতে
মর্মতন্তু টুটে।
সান্ত্বনা দেওয়া নহে তো সহজ,
দিতে হয় সারা প্রাণ—
মানবমনের অনল নিভাতে
আপনারে বলিদান।


ঘৃণা জ্ব’লে মরে আপনার বিষে,
রহে না সে চিরদিন।
অমর হইতে চাহ যদি, জেনে
প্রেম সে মরণহীন।
তুমিও রবে না, আমিও রব না,
দুদিনের দেখা তবে—
প্রাণ খুলে প্রেম দিতে পারে যদি
তাহা চিরদিন রবে।