পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নিষ্ফল উপহার
১৭৫

বারেকের তরে গুরু না তুলিলা মুখ,
নিভৃত হৃদয়ে তাঁর জাগে পাঠসুখ।
কালো জল চুপে চুপে বহিল গোপন
ছলভর সুগভীর চুরির মতন।

দিবালোক চলে গেল দিবসের পিছু,
যমুনা উতলা করি না মিলিল কিছু।
সিক্ত বসন লয়ে শান্ত শরীরে
রঘুনাথ গুরু কাছে আসিলেন ফিরে।

‘এখনো উঠাতে পারি’ করজোড়ে যাচে,
‘যদি দেখাইয়া দাও কোন্‌খানে আছে।’
দ্বিতীয় বলয়খানি ছুঁডি দিয়া জলে
গুরু কহিলেন, ‘আছে ওই নদীতলে।’


২৭ জ্যৈষ্ঠ ১৮৮৮