পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নববঙ্গদম্পতির প্রেমালাপ
১৯৭

উষা কি তাহার  শুকতারা-হারা,
তাই কি শিশির ঝরে?
বসন্ত কি নাই,  বনলক্ষ্মী তাই
কাঁদিছে আকুল স্বরে?
উদাসিনী স্মৃতি  কাঁদিছে কি বসি
আশার সমাধি-’পরে?
খসে-পড়া তারা  করিছে কি শোক
নীল আকাশের তরে?
কী লাগি কাঁদিছ?
কনে॥      পুষি মেনিটিরে
ফেলিয়া এসেছি ঘরে।


অন্দরের বাগানে


বর॥ কী করিছ বনে  শ্যামল শয়নে
আলো ক’রে ব’সে তরুমূল?
কোমল কপোলে  যেন নানা ছলে
উড়ে এসে পড়ে এলো চুল।
পদতল দিয়া  কাঁদিয়া কাঁদিয়া
বহে যায় নদী কুলুকুল্।
সারা দিনমান  শুনি সেই গান
তাই বুঝি আঁখি ঢুলুঢুল্!
আঁচল ভরিয়া  মরমে মরিয়া
পডে আছে বুঝি ঝুরো ফুল?