পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
নববঙ্গদম্পতির প্রেমালাপ
১৯৯

কোন্ কাজে তব  দিবে তার সব
তারি লাগি যেন চেয়ে রয়।
জগৎ ছানিয়া  কী দিব আনিয়া
জীবন যৌবন করি ক্ষয়?
তোমা তরে, সখী,   বলো করিব কী?
কনে॥ আরো কুল পাড়ো গোটা-ছয়।
বর॥ তবে যাই সখী,   নিরাশাকাতর
শূন্য জীবন নিয়ে।
আমি চলে গেলে  এক-ফোঁটা জল
পড়িবে কি আঁখি দিয়ে?
বসন্তবায়ু  মায়ানিশ্বাসে
বিরহ জ্বালাবে হিয়ে?
ঘুমন্তপ্রায়  আকাঙ্ক্ষা যত
পরানে উঠিবে জীয়ে।
বিষাদিনী বসি   বিজন বিপিনে
কী করিবে তুমি প্রিয়ে?
বিরহের বেলা  কেমনে কাটিবে?
কনে॥ দেব পুতুলের বিয়ে।

গাজিপুর ২৩ আষাঢ় ১৮৮৮