পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২০২
মানসী

মায়া

বৃথা এ বিড়ম্বনা।
কিসের লাগিয়া  এতই তিয়াষ,
কেন এত যন্ত্রণা!

ছায়ার মতন  ভেসে চলে যায়
দরশন পরশন,
এই যদি পাই  এই ভুলে যাই—
তৃপ্তি না মানে মন।
কত বার আসে,  কত বার ভাসে,
মিশে যায় কত বার—
পেলেও যেমন  না পেলে তেমন,
শুধু থাকে হাহাকার।
সন্ধ্যাপবনে  কুঞ্জভবনে
নির্জন নদীতীরে
ছায়ার মতন  হৃদয়বেদন
ছায়ার লাগিয়া ফিরে!

কত দেখাশোনা  কত আনাগোনা
চারি দিকে অবিরত—
শুধু তারি মাঝে  একটি কে আছে,
তারি তরে ব্যথা কত!