পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১০

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২০৮
মেঘের খেলা

সকলি লঘু হয়ে  কোথায় যেত বয়ে,
ছায়ার মতো হ’ত কায়াহীন।

চাঁদের আলো হ’ত সুখহাস,
অশ্রু শরতের বরষণ—
সাক্ষী করি বিধু  মিলন হত মৃদু
কেবল প্রাণে প্রাণে পরশন।

শান্তি পেত এই চিরতৃষা
চিত্ত চঞ্চল সকাতর—
প্রেমের থরে থরে,  বিরাম জাগিত রে,
দুখের ছায়া-মাঝে রবিকর।

রােজ্ ব্যাঙ্ক্। খিরকি ৭ জ্যৈষ্ঠ ১৮৮৯