পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আমার সুখ
২৪৭

নয়নে জলের রেখা   এক বিন্দু দিত দেখা,
তারি ’পরে সন্ধ্যালোক
কাঁপিত কাতরে—
ভেসে যেত মনখানি    কনকতরণীসম
গৃহহীন স্রোতে—
শুধু একদিন-তরে   আমি ধন্য হইতাম,
তুমি ধন্য হতে।

তুমি কি করেছ মনে   দেখেছ পেয়েছ তুমি
সীমারেখা মম?
ফেলিয়া দিয়াছ মোরে   আদি অন্ত শেষ ক’রে
পড়া পুঁথি -সম?
নাই সীমা আগে পাছে—  যত চাও তত আছে,
যতই আসিবে কাছে
তত পাবে মোরে।
আমারেও দিয়ে তুমি   এ বিপুল বিশ্বভূমি
এ আকাশ এ বাতাস
দিতে পারো ভ’রে।
আমাতেও স্থান পেত   অবাধে সমস্ত তব
জীবনের আশা।
একবার ভেবে দেখো   এ পরানে ধরিয়াছে
কত ভালোবাসা