পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৩২
শূন্য হৃদয়ের আকাঙ্খা

নাই সে ছবি,  নাই সে রবি,
নাই সে গাথা।
জীবন চলে  আঁধার জলে
আলোকহীন তরণী।
অনেক দিন  পরানহীন
ধরণী।

মায়াকারায়  বিভোর প্রায়
সকলি।
শতেক পাকে  জড়ায়ে রাখে
ঘুমের ঘোর শিকলি।
দানব-হেন  আছে কে যেন
দুয়ায় আঁটি।
কাহার কাছে না জানি আছে
সোনার কাঠি—
পরশ লেগে  উঠিবে জেগে
হরষরসকাকলি।
মায়াকারায়  বিভোর প্রায়
সকলি।

দিবে সে খুলি এ ঘোর ধুলি-
আবরণ।
তাহার হাতে আঁখির পাতে
জগত-জাগা জাগরণ।