পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৬

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৭৪
সিন্ধুতরঙ্গ

যেন রে তরল নিশি   টলমলি দশ দিশি
উঠেছে নড়িয়া,
আপন নিদ্রার জাল ফেলিছে ছিঁড়িয়া।

নাই সুর, নাই ছন্দ,   অর্থহীন নিরানন্দ
জড়ের নর্তন!
সহস্র জীবনে বেঁচে   ওই কি উঠেছে নেচে
প্রকাণ্ড মরণ?
জল বাষ্প বজ্র বায়ু   লভিয়াছে অন্ধ আয়ু,
নূতন জীবনস্নায়ু টানিছে হতাশে।
দিগ্‌বিদিক নাহি জানে,    বাধাবিঘ্ন নাহি মানে,
ছুটেছে প্রলয়-পানে আপনারি ত্রাসে।
হেরো, মাঝখানে তারি   আট শত নরনারী
বাহু বাঁধি বুকে
প্রাণে আঁকড়িয়া প্রাণ চাহিয়া সম্মুখে।

তরণী ধরিয়া ঝাঁকে—   রাক্ষসী ঝটিকা হাঁকে,
‘দাও দাও দাও!’
সিন্ধু ফেনোচ্ছলছলে   কোটি উর্ধ্বকরে বলে,
‘দাও দাও দাও!’
বিলম্ব দেখিয়া রোষে    ফেনায়ে ফেনায়ে ফোঁসে,
নীল মৃত্যু মহাক্রোশে শ্বেত হয়ে উঠে।
ক্ষুদ্র তরী গুরুভার   সহিতে পারে না আর,
লৌহবক্ষ ওই তার যায় বুঝি টুটে।