পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
শ্রাবণের পত্র
৮১

কোথায় সে যদুপতি!    কোথা মথুরার গতি!
অথ, চিন্তা করি ইতি কুরু মনস্থির—
মায়াময় এ জগৎ    নহে সৎ, নহে সৎ—
যেন পদ্মপত্রবৎ, তদুপরি নীর।
অতএব ত্বরা ক’রে    উত্তর লিখিবে মোরে,
সর্বদা নিকটে ঘোরে কাল সে করাল।
(সুধী তুমি ত্যজি নীর     গ্রহণ করিয়ো ক্ষীর,
এই তত্ত্ব এ চিঠির জানিয়ে moral।)

শ্রাবণ ১৮৮৭