পাতা:মানসী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
মানসী
৯৭

জীবনমধ্যাহ্ন

জীবন আছিল লঘু প্রথম বয়সে,
চলেছিনু আপনার বলে;
সুদীর্ঘ জীবনযাত্রা নবীন প্রভাতে
আরম্ভিনু খেলিবার ছলে।
অশ্রুতে ছিল না তাপ, হাস্যে উপহাস,
বচনে ছিল না বিষানল;
ভাবনাভ্রূকুটিহীন সরল ললাট
প্রশান্ত আনন্দ-উজ্জ্বল।

কুটিল হইল পথ, জটিল জীবন,
বেড়ে গেল জীবনের ভার;
ধরণীর ধুলি-মাঝে গুরু আকর্ষণ—
পতন হইল কত বার।
আপনার ’পরে আর কিসের বিশ্বাস,
আপনার মাঝে আশা নাই;
দর্প চূর্ণ হয়ে গেছে, ধূলি-সাথে মিশে
লজ্জাবস্ত্র জীর্ণ শত ঠাঁই।

তাই অজি বার বার ধাই তব পানে,
ওহে তুমি নিখিলনির্ভর!